অপেক্ষা কুঁড়িয়ে এখন আমি ক্লান্ত ফ্যাকাশে
স্পর্শের জল সাদাকালো দৃশ্যপট হয়ে দেখা দেয়
-রোজ প্রতি রাত্তিরে
আলপনার ইচ্ছে রঙ
সন্নিকট পেন্সিল নগরীর নগ্ন হার্ডবোর্ডে
প্রক্রিয়াধীন আক্রান্ত পূর্ণিমাসন্ধ্যায়
-ঝুলে থাকে নির্ঘুমে
হুটহাট ভাবে মমদেওয়াল ভেঙে ঝরে এক ফোঁটা
জমাট বাঁধা রক্তকণিকা বিষাদের দিনগুলির কথা
মনে করে-
আহ! এই কি ব্যথিত কারারুদ্ধ জীবন
নিবিড়তম আশ্রয় রঙমাখা লাল অবাধ কুঠির চেয়ে
একদিন ছুটে গিয়ে ছিলাম তাহার কাছে-
কিন্তু! আঘাতে - আঘাতে বার বার ফিরে এসেছি
সবই আমার প্রাপ্য যতসব
অশান্ত কিনারায় ডুবি বৃষ্টি ঋণের আমন্ত্রণে
-বাঁক রঙের সময়ে
এইযেন এক অনিয়ম অভিমান হেলিকপ্টার চক্কর
-ভারাক্রান্ত তীর।