আমার ভালোবাসা লুক্কায়িত আছে
তোমার অলঙ্কারের মধ্যে ।
আমার স্বপ্ন মিশে আছে ----
তোমার গলার হারে ।
আমার ইচ্ছের ডানা গুলি---
মিলে গেছে তোমার লকেটের সাথে ।
আমার নীলাভ আকাশের তাঁরা গুলি ---
তোমার নথের ভিতর এসে লেগে গেছে ।
আমার ধূসর দিনের ঊষা মিশে আছে
তোমার চুরির কণকণে।
আমার কল্পনার আঁকাবাঁকা সুতো
তোমার বুতামের সাথে আটকে গেছে ।
আমার রঙিন ঘুড়ি উড়তে উড়তে পড়ে গেছে
তোমার উষ্ণ দুলের উপর ।
আমার ভাবনার মেঘ গুলি,
জমে ভারী হয়েছে --------
তোমার মাথার মুকুটের উচ্চ শিরে ।
আমার গোধূলির রক্তিম আভা
মিশে গেছে অনায়াসে মাদুলির সিক্ত মখমলে ।
আমার মনের জ্বল তরঙ্গ ছল ছল করে,
মিশে গেছে তোমার ---------
চেইনের প্রতিটি ধাপে ধাপে ।
আমার খুনসুটি হর্ষ কামনা চারু,
সব কিছু বিলিন হয়েছে তোমার -----
টায়রার মাঝে ।
আমার অতি কষ্টের প্রেম
জাগরণের আত্মা,ফোঁটায় ফোঁটায় গড়ে উঠা
কিঞ্চিৎ বিরহের পুষ্পের মালা---
অবলীলাক্রমে মিশে আছে তোমার ---
ব্রেসলেটের রিংয়ের কণায় কণায় ।
আমার সুখের পায়রা গুলি ----
মিলে –মিশে একাকার হয়ে আছে ,
তোমার শিঞ্জনের ধ্বনির মধ্যে ।