মেঘলা দিনে ভর দুপুরে নদীর পাড়ে
এসে ছিল বুকের জমানো কষ্ট নিয়ে।
দূরে ভেসে ওঠে কোমল মাখা হাসি
আঁচল টা উড়ছে পাখির ডানার ন্যায় রাশি।
পায়ের নূপুর বাজে হাঁটার ঝলকের ছলে
মিষ্টি জড়ানো হাতের আঙুলে সোনালি আংটি।
যখন আসতে ছিল মসৃণ নম্রতা মুখে
তার দিকে তাকিয়ে ছিলাম নিরবধি ক্ষণে।
নদীর জলে পাণকৌড়িরা খেলা করে শ্যাওলাতে
নাম না জানা ফুলের গন্ধ ভেসে আসে।
সূর্যটা যেন তার ঘ্রাণে অন্ধ হয়ে যায়
মাঝি মাল্লারা গান গেয়ে ঘরে ফিরে।
পল্লী গাঁয়ের বঁধুরা কলস নিয়ে ঘাঁটে আসে
কৃষক লাঙল জোয়াল কাঁধে করে মাঠে চলে।
বিষণ্ণ হৃদয়ে ঘুম ঘুম নয়নে খুঁজি স্বপনে
আশায় থাকি ঐ মেঘলা ক্ষণের জন্যে।