তোমার ধারালো ঠোঁট ;আমায় উন্মাদ বানিয়েছে বিষাদের অনলে,
তোমার কাঁচা চোখের নীল মণি,
আমায় পাগল করেছে নিদারুণ চিত্তে ।
তোমার কালো দুরন্ত চুলের বাহার ,
আমায় আসক্তি র মাঝি বানিয়েছে ,ঘোলা জলের খোলা সমুদ্দুরের ।
তোমার নিবিড় মসৃণ শ্রী লাজুক ভ্রূ,
আমায় বিরহের মালা গাঁথতে বাধ্য করেছে, বকুল তলার নীড়ে ।
তোমার লাল টুক টুকে নিখুঁত শাড়ির আঁচল,
আমায় ডুবন্ত ভাসন্ত নীরে ভাসিয়েছে গভীর ভাবে, নির্ভীক নাছোড়বান্দা হয়ে ।
আমার সরল তরল মনের মাঝে বাসা বেঁধেছে ;থোকা থোকা প্রেমের ছলে,
তোমার আলতা রাঙা পায়ের ছাপ।
তোমার কোমল স্পর্শে ভরা নিঃশ্বাস,
আমায় তারুণ্যের জোয়ারের তরঙ্গের মাঝে,
নিবৃত্ত ভাবে ঝড় তুলেছে একটু আধটু মৃদু মৃদু স্বরে ।