চ্যারিটি ফার্ম ভেবে আড্ডায় মেতে ছিলে
আমার আঙিনায় রাত্রির দুপুরে ।
ঝোপঝাড় বানিয়ে ফিরে গেছো দূর থেকে দূরে
জরাজীর্ণ জুয়াড়ি জ্বলন্ত প্রদীপ সৃষ্টির ছলে।
ট্র্যাডিশন রক্ষা হবে তোমার তাই অবহেলায়
কিম্ভূতকিমাকার লোক বলে চলে গেলে ।
তুমি তো আমার আকাশ কে কেতাদুরস্ত করেছো
এখন কিছু বললে ই ; বলো কচু বনের কালাচাঁদ ।
আমার অতি সখের বাগান কে পুড়িয়ে ছাই বানিয়ে
অম্বরে পাঠিয়েছ ,আমায় পাঠিয়েছ কালাপানির পারে ।
আসলে তুমি আমায় ভালোবাস না, ছাই বাস!
যদি বাসতে তবে ;
অধীর আগ্রহ নিয়ে আমার কড়ি কপালে ছুটে আসতে ।
কুঁজড়োপনা মন নিয়ে ঘর বাঁধা যায় না
যদি বাঁধে তাহলে শুনতে হবে খেউর গাওয়া খামকাজ ।
কংস মামার সংসার করার দরকার নাই
সহজ স্বচ্ছ নিবিড় প্রেমের ফসল ফলাতে পারলে আইস ।
তা-না হলে খিচুড়ি পাকানোর কোন মানে নেই ।
আমি না-হয় খাবি খাওয়া করে অযামিনি পাড়ি দিব
একা একা নিষ্প্রাণ দেহে ।