কবিতা লিখতে পারব না, যদি তুমি না আস
গান লিখতে পারব না, যদি না হাসো।
উপন্যাস লিখতে পারব না, হাতে হাত না রাখলে
গল্প লিখতে পারব না, যদি তোমাকে দেখতে না পেলে।
বাউণ্ডুলি লিখতে পারব না, তোমার কালো চুল না দেখলে
গদ্য লিখতে পারব না, তোমার লাল লাল ঠোঁট না দেখলে।
পাণ্ড্যলিপি লিখতে পারব না, তোমার চোখের পলক না পড়লে
কৌতুক লিখতে পারব না, যদি না ভালবাসলে।
ছড়া লিখতে পারব না, যদি কাছে না আসলে
সংগীতের চরণ লিখতে পারব না, একদিন কথা না বল।
ইতিহাস লিখতে পারব না, যদি আদর না কর
তোমাকে ছাড়া কিছু করতে পারব না আমি ।