তুমি আমার মনের মাঝে,
সকাল সাঁঝে একটা ফোটা ফুল।
তুমি আমার স্মৃতির পাতায়,
কাব্য খাতায় আছো হয়ে মূল।।