বিদ্ধ ছিদ্র পথে নিশ্চল গহিনতম প্রদেশে
মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ছিলাম
নিত্যকালের কালো শালুকের গর্ভ থলীতে
নিগূঢ় ভাবে অনুভবের অনুকূলে –
পিছুটান স্মৃতিকাতর জ্বালায় মোমের বাতি
গোলাপফুল আঁকা অভূতপূর্ব জীবন্ত
পরিক্রমায় –
বেদনা – অদেখা অজানা
কিন্তু নিত্যনতুন রূপে পথ চলায়
জয়তু ভালোবাসার পূরবীর নতুন রাগিনিতে
সময়ের বিস্বাদে সহজ – আটপৌরে
প্রোথিত আত্মক্লেশের ঢেউ উঠে
নান্দনিক খেলার ছলে
আহা! মনে হয়
ঘাসের ভিতর যৌনানুভূতির তীব্রতার ফুল ফুটেছে।