আজি বর্ষার দিনে ধূসর মেঘের আড়ালে
জীবনের জীর্ণ ক্ষণে উদাস বনের নিরালায়।
নষ্টের সীমান্তের ভূ গহ্বরে কষ্টের দ্বিপ্রহর
একদিন বৃদ্ধের ন্যায় শুকিয়ে যাবে চোখের জল।
মোর বিকেলে ঝরা রৌদ্রের প্রখর কিরণে
আজন্ম পাপের ফসলে ভরা সাড়া দেহে।
সুখের আশায় ঘর বাদিনী অবেলার তরে
রজনীর বিরহে দিগন্তে শিশির ভেজা অন্তরে
উল্কার মত খুঁজি ফিরি অমরাবতীর দাঁড়ে।
স্রষ্টার সৃষ্টির অযোগ্য লিপ্তে অত্যাচারীর আঁধার
সৌর আলোর জ্বলমলের লোলিতর ক্লিষ্টে বেহালা।
খরার স্রোতে মিশে গেছে পাথর চাপার নীচে
যৌবন গেল চন্দ্রের তীরে মাশুকের শিয়রে।
কাঁটাতে পারিনি সন্দেহের ঘোর অবকাশের ভী্র
ভাবিতে ভাবিতে যায় যে শেষ বিকেলের পাড়ে।
উড়াল পংকির ডানায় চড়ে পাখি নড়ে স্বর্গে।।