আচ্ছা আমি ধরে নিলাম
তুমি আমায় ভালোবাসো অনেক
আরো ধরে নিলাম
আদর সোহাগও সীমাহীন
আকাশের মত উদার পানির মত স্বচ্ছ
ভাষার শব্দচয়নও অসাধারণ
মৃদু - মৃদু লাল গোলাপের ন্যায় কোমল উষ্ণ
আমি আরো ধরে নিতে পারি-
যে,
চোখের চাহনি ঠোঁটের মধ্যে অস্পষ্ট রেখাপাত দ্বয়
আমায় বিষণ আঁকাবাঁকা পথ দেখায়-
গোধূলি বেলায় রক্তিম আভা চিত্তের গভীরে
দাগ কাটে-
আর আলো - আঁধারি সময়ে
প্রেমের শিখা জ্বালায় পুরনো ভিটা বাড়িতে
বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গকে ফেলে
তারপরেও;
আমি ধরে নিলাম
যন্ত্রণাবিদ্ধ দগ্ধ প্রতিচ্ছায়া আমায় ছুঁতে পারে না
শুধু তোমার উজ্জ্বল মনের স্বকীয়তায়
তবে ভেবো না আমি তোমায় ফেলে
স্মৃতির পাতায় অন্যজনের ছবি আঁকি বৃষ্টি জোছনা ভরদুপুরে
কিন্তু হ্যাঁ -
এইসবের চাওয়া- পাওয়া আমায় ব্যাপকভাবে
ভাবায় তটের - বটের বালিয়াড়িতে।