কালবৈশাখী ঝড়ে ভেঙে দিয়ে গেলো
আমার মৌনতার অদেখা আয়না
খুব অগোছালো ভাবে
ফেলে রেখে চলে গেছে
ছোট কুঁড়ে ঘরে বেদনার রঙ মেখে
জলের স্থলে ভেসে বেড়ায় স্মৃতির হৃদপিণ্ড
আকাশের নীলে উড়ে চলে স্বপ্নের আত্মকথা
বিষণ্ণ চিত্তে চেয়ে থাকি
ছায়ার প্রতিসরণের দিকে
মায়াভরা মুখ খানি
আজো ভেসে উঠে তিতাস নদীর দুকূল ঘেঁষে
চলন বলন অঙ্গে জড়িয়ে
নিয়ে গেছে বিষাদের চৌরাস্তার মোড়ে
এখনো আশায় থাকি ঝড়ের দিনে
যদি আস;
ব্যাকুলতার মালা গেঁথে পূর্ণিমার রাত্তিরে।