দূরত্ব বাড়ুক নির্দিষ্ট পরিমাণে প্রমান অনুযায়ী
গভীরতা থাকুক সমান্তরালে স্বয়ং সম্পূর্ণ গড়
অনুপাতে।
ধনাত্মক ঋণাত্মক দুই টি থাকবে ক্ষেত্রফল নির্ণয়ের
শতকরা যোগফল বের করার ক্ষেত্রে সমান চিহ্নের
উপর নির্ভর করে ।
শীর্ষবিন্দু শতক সমীকরণে রেখে রৈখিক হার সূত্র
দিয়ে ভাগ ফল যুক্তি বিদ্যা মূল্য বর্গ ক্ষেত্র সমাধান
দিতে হবে ।
উপাত্ত খালি থাকলে ত্রিভুজের গতি কম হবে
তাই গণনার যন্ত্র ঠিক ঠাক মতো কাজ করতে হবে  
তা-না হলে পার্থক্য পরিসংখ্যান করা সম্ভব না ।
পাউণ্ড পদ্ধতি অনুসরণ করে জ্যামিতি আঁকা  
সম্ভব না,কিন্তু পাটি গণিত তার বৃত্ত মোতাবেক
ইঞ্চি দিয়ে ফাঁকা রেখে ভালোবাসা বণ্টন করা দুর্বিষহ ।
আমার ভালোবাসা যদি তুমি দেখতে চাও তা-হলে
চিত্র এঁকে তোমায় দেখিয়ে দিতে পারি ।
ভালোবাসার সংখ্যা বা রাশি বিয়োগ ফল কোন
ইত্যাদি দেখতে হলে অনূঢ়া সেজে বাঁশ বাগানের
স্নিগ্ধ জলে এসো ।
মিনিট ঘণ্টা হিসেব করে ভালোবাসা নিরূপণ করা
একদম অচল পাখির ন্যায় জাজ্বল্যমান জীবন্মৃত
অতল স্পর্শী ।
ভালোবাসা থাকবে অটল অবিচল ক্রমবিস্তারযমান
চোষ্য অতৃপ্ত দৃশ্য যা –কিনা অনুভূয়মান  অশ্রুতপূর্ব
উপলভ্য মান ।