কষ্টগুলো আমায়
ইদানীং খুব জ্বালা দিচ্ছে করুণ রোদনে-
ব্যাপক হারে টেনে নিয়ে যাচ্ছে
বেওয়ারিশ নিশ্চুপ দ্বীপে-
কত চেষ্টা করছি নিজেকে আড়াল করতে
পারছিনা না আমি-
টেনে হেঁচড়ে নিয়ে ছুটছে
অধঃপতনের নিষিদ্ধ ঘাটে।