ওই দূরের নীল আকাশের দিকে তাকিয়ে দেখো
ঘোলাটে মেঘের আড়ালে ভাসছে তোমার ছবি
ওই যে দেখো দেখো,
চাঁদের কার্নিশ ঘেঁষে দুটি আবছা ছায়া
খুব নিবিড় ভাবে জল মগ্ন থেকে মেঘের
সাথে মিশে মেদিনী পাড়ায় বৃষ্টি পড়ছে দিন দুপুরে ।
দেখো দেখো,
কেমন করে সাতটি রঙের সাথে খেলায় মেতে আছি
তোমার আঁচল উড়ছে মৃদু হাওয়ায়
আনমনা র ছলে গভীর ধ্যানে ।
দেখো,
অরণ্যে র বুকে পাখিদের মধুর কলতান
ডাকে বিষণ করুণ সুরে
তোমার আমার সিক্ত পায়চারি দেখে ।
ওই যে দূরে দেখো ...
নদীর তট রেখায়
যৌবনের বান ডেকেছে উপচে পড়া জলের মাঝে
এলো কেশী এলোমেলো ভাবে
তরঙ্গ উঠে গভীর জলে আপন সুখে ।
দেখো দেখো ;
সবুজ ফসলি মাঠের দিকে
তিল ক্ষেতের শুভ্র ফুলের  মধু আহরণ করছে
মৌমাছির দল হুটোপুটি ভাবে
ঘুরে বেড়াচ্ছে ডানা মেলে স্বাধীন চিত্তে ।
চলো আমরা বিলের ধারে যাই
কাশবনের ফুলের ঘ্রাণে নিজেদের কে বিলিয়ে দেই
হারিয়ে যাই আপন সুখে হিম শীতল
বায়ুর মাঝে  ।