হোস্টেল পালিয়ে একদিন দেখতে গিয়ে ছিলাম তোমায়
হামেশা দাঁড়িয়ে ছিলে কোন কারণে অকারণে বেলকনির নীড়ে,
হালকা ভাবে ইশারা করে বুঝাতে চেয়েছি আসছি আমি
হোমরাচোমরা উৎকণ্ঠা নিয়ে তোমার মনের উঠোনে ।
হদিস পাও নি একদম ;
হাঁচি দিলে তারপর তোমার কোমল চোখ দ্বয় আমার দিকে দৃষ্টি পড়ে
হাতের অঙ্গুলি দিয়ে বুঝিয়ে দিলে একটু পড়ে বেড় হচ্ছি
হাঁটি হাঁটি পা ফেলে চলে গেলে রুমের মধ্যে ।
হাসির ছলে কিছুক্ষণ পর, এসে বলে চলো আজ
হাতির ঝিলে, মজা দেখাচ্ছি
হতভম্ব মনে তাকিয়ে আছি তার ঠোঁটের দিকে
হুড়োহুড়ি করে রিক্সা নেই তারপর বললাম মামা চলো ...।