খুঁজে দেখ পাবে না কোথাও হাজার বছরের বাঙালি কে
পাবে সবুজ শ্যামল শস্যের দেশে ।
দেখেছো ,পেয়েছ শ্রেষ্ঠ দিন কোনটি কোনো স্থানে
দেখতে পাবে নদী মাতৃক দেশে।
যুগের শ্রেষ্ঠ পিতা শুয়ে আছে কোথায়
শুধু পাবে ভাটিয়ালীর দেশে।
আগুন ঝরানো বক্তৃতার জনক সাহসিকতার নায়ক
আছে পল্লী মায়ের দেশে ।
সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালি কে পাবে তুমি
পদ্মা মেঘনার যমুনার দেশে।
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা মর্যাদা দানকারী কে দেখতে পাবে
লাল সবুজের পতাকার দেশে
৭ই মার্চ ভাষণ দেওয়ার পুরুষ টি কে পাবে
সালাম বরকত জব্বারের দেশে ।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দানকারী ব্যক্তিটি কে দেখবে
দেখতে পাবে কবি নজরুল রবি ঠাকুরের দেশে।
'সোনার বাংলা' গড়তে চেয়ে ছিলেন যে মানুষ টি তাকে দেখতে চায়
পাবে এস এম সুলতান জয়নাল আবেদীনের রং তুলির দেশে ।
৭১,৬৯, আর ছয় দফা দাবী আন্দোলন কারী নেতা কে উনা কে দেখবে
পাবে দেখতে শহিদ মিনার জাতীয় স্মৃতি সৌধের দেশে।
সেই মহান মানুষ টি হচ্ছে আমাদের গর্ব আমাদের অহংকার বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান ...।