বাবার স্বপ্ন নিয়ে বেচে ছিল একটি ছেলে
হঠাৎ ঝড় আসল তার স্বপ্ন দেখা মানুষটি।
চলে গেলেন ঐ দূর নীলাভ আকাশে রেখে গেলেন
তার স্মৃতি সাজানো বাগান কল্পনার জগত।
পারিনি ছেলেটি কিছু করতে শুধু চোখের জলে
বুক ভরা কষ্টের পাহাড় নিয়ে বেচে থাকে।
কত আশা ছিল ওর আদর্শ মেনে পথ চলবে
হয়নি তার কিছু দুঃখের আগুনে পুড়ে।
বাবার সেই রেখে যাওয়া পথ চলা
হয়নি ছেলেটির আশা পূরণ শুধুই স্বপ্ন অদেখা কাল্পনিক আকাশ ।