অগোছালো চুলে হেলে দোলে বসে ছিলে মনোরম পরিবেশে
মিষ্টি রোদ্দুরে ,আনমনা হয়ে ভোমরা এসে গান ধরে দূর বনের
ছায়াতলে, অধীর ভাবে মগ্ন আছো বিরহী মনে ।
বৃক্ষের নীচে আরাধনায় আবেগ প্রবণ হয়ে কি যেন ভাবতে ছিলে
ঠিক আষাঢ় মাসের বৃষ্টির ন্যায়,চতুর্দিকে পুষ্পের মধুময় ঘ্রাণ
দূর বাগান থেকে এসে তোমার হৃদয়কে উতলা করে দিচ্ছে ।
আগাগোড়া দেখে মনে হচ্ছে তুমি ব্যাকুলতার প্রকাশ করছো
অত্যধিক ভাবে ,ভীষণ ঘন ঘটা মেঘ জমে আছে বুকের পাঁজরে,
কণ্ঠ রুদ্ধ হয়ে আসিতেছে অকাল শ্রাবণ ধারায় ।
ভারী হচ্ছে বারিধির কল্লোল কষ্টে তোমার ,অংশুমালী শুভ্র মেঘের
নীড়ে হারিয়ে যাচ্ছে,দেবলোকে তোমার আর্তনাদের চিৎকার শোনে
ব্যাকুল মনে ফুলের মালা গাঁথে ।
নদীর ঘাটে কলস নিয়ে নববঁধুরা শোকের গান ধরে তোমারি জন্যে
অদ্রি থেকে জলধারা ঝর্ণার ন্যায় পড়তে থাকে ফোঁটায় ফোঁটায় ,
গড়িয়ে যায় সমুদ্রের তটরেখায় ।
সমীরণ বয়ে যায় তোমার পাশ দিয়ে উদাস ভাবে ভর দুপুরে কিংকর্তব্যবিমূঢ়
হয়ে, প্রবাহিণীর বুকে পাল উড়িয়ে মাঝি যায় অজানার পথে ,ইন্দুবতী রেখা
টানে গগনের পর্জন্যের ভিতর দিয়ে ।
কাকপুষ্ট গাছের ডগায় উঁকি মেরে দেখে তোমার এলোমেলো চিকুর অন্তঃসারশূন্য,
হর্ষ হারিয়ে গেছে মাঠের বালিকাদের মুখ থেকে,কেমন যেনও হয়ে গেছে
মরা গঙ্গায় বীচি উঠেছে প্রভঞ্জন বিহীন।
ময়ূর বিমুখ হয়ে রাত্তির আঁধারে পাখা মেলে দাঁড়িয়ে আছে ব্যথার সাগর নিয়ে,
চৌচির হয়েছে বাঁশ বাগানের শিউলিমালার প্রসূন, অচিরপ্রভার ন্যায় আকাশ
ভেলকি মারে শুধু তোমার মুখের মলিনতা দেখে ।
চক্ষু দিয়ে অবিরত সলিল আসে অতিমাত্রায় মহীধরের চূড়া থেকে,উৎসব
গুলি অচিরে শেষ হয়ে যায় তোমার আকুল বেদনায়,শিনশিন করে হৃদপিণ্ডের
মধ্যে শুধু একটাই কারণ তোমার সুন্দর মুখের হাসির জন্যে ।
মেঘ হাঁকাহাঁকি করিতেছে বুঝতে পারতেছো?এখন শ্রাবণ মাস সেইটা কি তুমি জানো ?
এখুনি নামবে অঝোর ধারায় বৃষ্টি,তুমি যদি না হাসো ! শীতল করে দিবে তোমার মনের
গহীন কে, ভিজিয়ে দিবে আঁচল খানি ।
সীমন্তিনী একটু তাকিয়ে দেখো এই ভরা বর্ষার দিকে পূরণ করে দিবে তোমার মনের
বাসনা,আহ্লাদে ভরে যাবে তোমার মনের বাগান,বেজে উঠবে তোমার প্রতিটি অঙ্গ
পতঙ্গ ,জেগে উঠবে বাগানের শাখা প্রশাখার পাপড়ি যুগল।
একটু আধটু নরম ঠোঁটে আলো ছড়াও জ্যোৎস্না রাতের ন্যায় ,তৃপ্তি পাবো আকাশ
ভরা,খোলা মনে গান ধরবো তোমায় নিয়ে পূর্ণিমার আলোয়ে,শুধু একটু আধটু
হৃদিটা কে বিকশিত করো ।
আছি অপেক্ষায় তোমার কিঞ্চিৎ পরিমাণ হাসির ঝলক দেখার জন্যে, উড়াও এখন
শাড়ির আঁচল চলছে এখন বর্ষাকাল ।।