গোধূলি বেলায় হিয়ার ক্ষত স্থানে অঞ্জলি লগ্নে
মনের ক্ষীপ্ত যন্ত্রণার দীক্ষারের প্রহরে অভিশাপ্তে।
জ্বলন্ত শিখার কুণ্ডলীর মধ্যে পুড়ে ছাই
কষ্টের অলিগলিতে বিষণ্ণ লিপ্ত মোর নিশি।
চিতে অচেতন শয়ন কালে বিমর্ষ প্রথিক
দু আঁখির নিম্ন গভীরে ছল করে অনুক্ষণে।
ব্যথার জলে নিভে গগণ সুরের পাখির সনে
রজনী ভোর হয় দহনের প্রভাতের সংগোপনে।
লাল দীপাবলি সুদূ্রে সবুজ নীল কষ্ট
আকুল নিদাগ তিয়াষা কুঞ্জ বনের বিন্দায়।
আজন্ম আর্থনাদে বিশাল চূড়ার স্বপ্ন ভাঙা
ঝড়ের ভূ পাতে মৃগনাভি জ্বলান জ্বলিত।
আজি গহীনের সৌরভী রণে ধূসর পাণ্ড্যলিপি
নদীতে পাল উড়িয়ে বাইবো একলা বিহনে।
তরী র পাড়ে যাবো বঞ্চনার ভারি বোঝা নিয়ে...।