চলে যাবো তোমার চোখের সামনে দিয়ে ধুতি পড়ে
চলে যাবো তোমাদের কে আড়াল করে একাকী,
চলে যাবো তোদের বিষাক্ত কোলাহল থেকে,
চলে যাবো তোর বিরহে বহুদূরে,
চলে যাবো অচিন পুরে বদ্ধ ঘরে,
চলে যাবো মায়াভরা গ্রাম ছেড়ে ,
চলে যাবো সব কিছু ধ্বংস করে ,
চলে যাবো এই মাটি এই জল কুঁড়িয়ে,
চলে যাবো বেদনার নীল আকাশ নিয়ে,
চলে যাবো প্রিয়ার কালো চুল বাঁধা দেখতে দেখতে ,
চলে যাবো বাগানে ফুল ফোঁটার আগেই ,
চলে যাবো তোমার সাথে দেখা হওয়ার পরেই ,
চলে যাবো ভাবতে ভাবতে উদাস মনে ,
চলে যাবো অপরিচিত পথের মোড়ে ,
চলে যাবো সীমানা পেরিয়ে আকাশ পানে ,
চলে যাবো আপন মূলের টানে ,
চলে যাবো আত্মীয় স্বজনের মায়ার জ্বাল ছিন্ন করে ,
চলে যাবো সন্ন্যাসী হয়ে গহীন বনে ,
চলে যাবো সংসার ধর্ম ত্যাগের পরি সীমায় ,
চলে যাবো সাজ ঘরে পর্যাপ্ত পরিমাণ বালি কণায়,
চলে যাবো নদীতে বাণ আসার সাথে সাথে ,
চলে যাবো জ্যোৎস্নার আলোর পথে পথে,
চলে যাবো নিম্নবর্তী অন্ধকার অঞ্চলে,
চলে যাবো কবির পাণ্ডুলিপি থেকে জ্বলন্ত আগুনের নীড়ে ,
চলে যাবো তোমার দেওয়া শেষ অঞ্জলি হাতে নিয়ে ,
চলে যাবো তোমাকে,তোমার,তোমাদের,তোদের ছেড়ে,
ইচ্ছে র ঘুড়ি উড়িয়ে ছলনার জলে কলাকৌশলে,
চলে যাবো সব কিছু ফেলে ...।