জনম গেলো,
দয়াল তোমার ঠিকানা খুঁজতে খুঁজতে
যৌবন গেলো,
দয়াল তোমার পদ ধূলি পাওয়ার লক্ষ্যে
চক্ষু দ্বয় ক্ষয় হইলো;
দয়াল তোমায় দেখবো বলে
সাধের চুল আমার পাকিয়া গেলো,
দয়াল তোমার পথের দিকে চাহিয়া
জীবনের ভেলা ভাসিয়ে গেলাম,
দয়াল তোমার মিলনের আশায়
রঙিন স্বপ্ন গুলি উড়িয়ে দিলাম,
হলুদ খামে ভরে,
দয়াল তোমার উদ্দেশ্যে
কাঁচা বয়সের রসের তরী বিলীন করিলাম
ঘোলা জলের নীড়ে ,
দয়াল তোমার প্রেমে পরিয়া
কত জায়গায় ঘুরে ঘুরে ,
সন্ন্যাসী র ব্যাসে রাত পাড় করছি ...
চেনা অচেনা বটের মূলে,
দয়াল তোমার ধ্যানে পরে ...
সংসার ছাড়িলাম কর্ম ছাড়িলাম,
দয়াল তোমাকে পাবো বলে
অকালে ঝরে গেলো,
শিশির ভেজা পাতা গুলি,
মনের গহীন থেকে,
দয়াল শুধু তোমায় খুঁজে খুঁজে
কোথাও দয়াল তোমায় পাইলাম না;
মোর অস্তমিত ক্ষণে ,
আইস তুমি গোপনে খুব যতনে,
একাকী সংগোপনে ।