একদিন আমি বৃদ্ধের ন্যায় লুঠিয়ে পড়ব
বয়সের ভারে এই দেহ প্রাণ ক্ষয়ে যাবে।
মুছে যাবে সকল বেদনার ক্রন্দন রোল
একা হয়ে যখন শীতল পাটিতে জড়াবো।
মিথ্যার ছলনায় বুকের যন্ত্রণায় চোখের জলে
ভাসাবো তরী একলা মনে অসীম আকাশে।
নীরবে সয়ে যাবো দীপ্ত আকাঙ্ক্ষার প্রাণে
লোকানো নিরবধি অবসারে কাঁদাবে ক্ষণে।
বিষাদের জ্বালা নিয়ে বৈ তে হবে না
মুখে যতই বলি থাকবো এই বসুধা তে।
নদীর কাছে চুপি সারে কথোপকথন করি
জবাব পাই না আমি কোন খানে।
আমি একদিন বালু চড়ে ডুবে যাবো
যানবে না কেউ কেন শুয়ে গেছি।
নিয়তির বেড়া জালে ছন্দহীন আলোর পথে
আঁধার বিহীন ভ্রান্ত পথের দিশারী হবো।
ক্লান্ত ক্ষণে রঙিন স্বপ্নে বিবর দেহ মোর
পারিনা আর এই কষ্টের নীল দরিয়া।
ডুবে আছি ডুবন্ত অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে
রাতের অন্ধকারে কুমারী মেয়ের কল্পনাতে।