লুটপাটে দেশ আজ ছন্দহারা- প্রতিবাদে আন্দোলন
সময় রাজনীতির দাপটে- বেশকিছু সংগঠন
ব্যাঙের ছাতার মত গতি হারাচ্ছে -
ক্ষিপ্ত বাঘের ন্যায়
মৌলিক চাহিদা অধিকার আদায় করতে -  সক্রিয়
ভূমিকা পালন লক্ষ্যে যুবদের এগিয়ে আসতে হবে
দুঃশাসনের বিরুদ্ধে-
চেতনায় উদ্ভাসিত হয়ে -বেদনাদায়ক উপাখ্যান
ইতিহাসের গৌরবোজ্জ্বল অর্জন ছিনিয়ে-
                                          আনতে হবে
গতানুগতিক পদ্ধতি অবলম্বন না করে-
ধাপেধাপে এগিয়ে যেতে হবে
অত্যাবশ্যকীয় -সমস্যাগুলাে সমাধান  
উন্নয়ন -  প্রগতির ধারক গরীবের পেটে ভাত
প্রয়োজনীয় বিষয়-
গৎবাঁধা সমাজ থেকে -অব্যক্ত করুণ-বেদনা
অমানবিক অত্যাচার ধূলিসাৎ করতে হবে
যাতে করে-
একটি নারী তাঁর শিশু বাচ্চাকে খাবার খাওয়াতে
                                  না পেরে
ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়-
                                   আবার
একই দড়িতে নিজেই মরে - নির্যাতনের শিকার হয়ে  
আহ! দুর্ভাগা জাতি আমরা -
দুরন্ত নিঃশ্বাস জ্বলন্ত আগুনে দিকভ্রষ্ট হয়ে পুড়ে
অভিজাত ফরমালিন বাজারতন্ত্র- গণতন্ত্রের প্রভাবে
কঠিন বাস্তবতা-কাঁদে ধরাছোঁয়ার বাইরে -অহরহ
রাত্রি-অরণ্যে - নরখাদক রাষ্ট্র
শিকার খুঁজে -ঝিঁঝিঁর আড়ালে বৈঠকি মেজাজে।