ঝরঝরে কড়কড়ে ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে রেখেছি সিক্ত
প্রজাপতির ডানায়,চাইলে ছুঁয়ে দেখতে পারো অনায়াসে।
মর্মরে কসকসা শুষ্ক ভালোবাসা রোপণ করে রেখেছি
মৌমাছির কিঞ্চিৎ ঠোঁটের আগায়,দেখলে;দেখতে পারো সূর্যমুখী ফুল হয়ে ।
টসটসে খসখসে ভালোবাসা আগলিয়ে রেখেছি দুহাত ভরে
নিতে চাইলে গৌর বর্ণের শাড়ি ফ্যাকাশে রঙের ব্লাউজ পড়ে আইস; আমার বাগানে ।
চকচকে খুঁতখুঁতে ভালোবাসা মনের ঘাটে রশি দিয়ে বেঁধে রেখেছি
খুঁজে নিতে পারো ইঞ্চি ইঞ্চি মেপে শিঞ্জনের ধ্বনি দিয়ে অবলীলাক্রমে ।
খাঁজ কাটা খুনশুটি প্রেম প্রেম বিরহ ভালোবাসা রেখে দিয়েছি উত্তাল ঢেউয়ের মাঝে
যদি আনতে চাও,পানকৌড়ি সেজে আমার বাড়ির আঙিনা দিয়ে যেতে হবে ঝাপটা মেরে।

খাঁটি খাটাশ খবিশ ভালোবাসা তুলে রেখে দিয়েছি মৌনতার মাজারে
কোকিল কিংবা তোতাপাখি হয়ে উড়াল দিয়ে পৌঁছতে হবে এক নিমেষে,নিতে হবে বাঘিনীর ন্যায় থাবা মেরে ।
গড্ডলিকা গড়পড়তা গড়িমসি ভালোবাসা মুড়িয়ে চৌকাঠের সামনের শীতল পাটী তে
আসলে ই পেতে পারো;তবে ধূসর নীল রঙের চটি জুতা ,শ্যাম বর্ণের ওড়না ,শরীরে জড়িয়ে মল্লিকা কে সাথে নিয়ে,
টিকটিকির মতো হেঁটে চলে এসো গোধূলির ক্ষণে ।
যষ্টিমধু মিষ্টি মধু বৃষ্টির ভালোবাসা মাটির পিঞ্জিরায় পুঁতে রেখেছি  
কাস্তে কোদাল নিয়ে আমার উঠোনে পূর্ণিমার রজনী তে চলে এসো গোপনে গোপনে জোঁকের মতো ।
ধরাছোঁয়া ধরাবাঁধা ভালোবাসা রেখে দিয়েছি চোখের নীরের মধ্যখানে
নিতে চাইলে নিতে পারো কোন প্রকার বাঁধা দেওয়া হবে না কোন কালে ।