শ্রাবণের শেষ রাত আমায় ভিজিয়ে দিয়ে গেলো
কারণে অকারণে ,
বুঝে উঠতে পারিনি
সে টালবাহানা করে
আমায় ঊষার জলে ফেলে রেখে চলে গেছে
বহুদূর থেকে বহুদূর  ...
দিনের আগমন ঘটার আগে পাড়ি দেয় উত্তাল গাঙে
শিশিরের কণা গুলি ডেকে বলে আমায় এক বিদিশিনির প্রেমে পড়ে
রঙিন ডানায় চড়ে চলে যায় টেমস নদীর তীরে
জানা হলো না আজো !
কেনো আমায় এতো গভীর জলে ভাসিয়ে দিয়ে গেলো
নাড়া দেয় মনের চৌচালা ঘরে
একলা বিহনে ,
কষ্টি পাথরের ন্যায়
বাতাসের চোট লেগে ভাদ্রের প্রথম দিনে হারিয়ে যাই
বরফ গলা মহা সমুদ্দুরে ।




(আসলে লিখতে চাইনি এমনেই চলে  আসে হাতের ডগায় তাই দিলাম পোস্ট )