অমাবস্যার রাতে আমায় বলে ছিল সে
আমি আসবো কোনও একদিন অসময়ের প্রহরে।
তুমি বুঝবে ঐ রজনীতে এসেছিলাম ফুল নিয়ে
চিত্তের যত অনুভূতি আছে ফিরবো তোমার কাছে।
কৃষ্ণচূড়ার বনে যাবো অগোচরে তোমার সনে
জমে থাকা প্রেম বিলিয়ে দিতে আসবো।
পাথরের মাঝে প্রদীপ জ্বালাবো তোমার জন্যে
ঝড়ের রাত্রিতে আসবো তোমায় ছায়া দিতে।
কল্পনার মাঝে ডুব দিয়ে খুঁজবো তোমাকে
বিস্তার করবো হৃদির দীপ্ত শিখার আড়ালে।
বসত বাড়ি বানাবো তোমার স্বপ্নের ঘরে
বাগান গড়বো তোমার আঙিনাতে জীবনের তরে।
ঠোঁটের কোনে চুম্ব খাবো কপালে দিব টিপ
চোখেতে আঁকবো রঙিন স্বপ্নের বিরহের মালা।
অঙ্গে জরাবো লাল বেণীর শাড়ীর আঁচল
কালো চুলে এনে দিব গোলাপের পাপড়ি।
পায়ে পড়াবো নূপুর অ্যাঙ্গেলে দিব আংটি
সব কিছুর অবসান ঘটিয়ে আসবো আমি।
আসবো আসবো কোনও জ্যোৎস্না রাতের আঁধারে
যেই দিন আকাশে থাকবেনা কোন তারা ফুটবে না আলো।