থাকলে থাক ;না থাকলে,
বাপের বাড়ি থাক।
ভাঙলে ভাঙ; হাতের চুরি,
মিষ্টি প্রেমের ছলচাতুরি।
ভালো বাসলে বাস,
না - বাসলে ,পরে থাক;
গহিন আঁধারে।
বাজা তোর শিঞ্জনের ধ্বনি,
জেগে উঠুক;
পাহাড় চূড়া থেকে,
ঘুঙুরের প্রতিধ্বনি ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.