চিচিংফাঁক  
সুখের টানে
মনের ভুলে ।
সুরের তানে
নদীর কূলে।
ফুল ফুটে
মনের মাঝে ।
ভালোবাসা জাগে
আবেগ ভরে ।
বিরহ ব্যথায়
মালা গাঁথে,
বাগানের ধারে ।
অশ্রু ঝরে
গভীর অনলে ।
চিচিংফাঁক
সকল কষ্ট
সরে যাক ।

১৯।০৯।১৯