যাবে যাও তবে একটি কথা শুনে যাও ,
ভালোবাসার সত্য কথা টি বলে যাও
যাবে যাও নির্ভাবনায় সন্ধ্যা প্রদীপ জ্বেলে যাও ।
যাবে যাও;
নিখুঁত প্রেমের মালা গেঁথে চাঁদোয়া রাত্তিরে যাও।
যাবে যাও খসে পড়া আলপনা এঁকে যাও মনের চৌকাঠে ।