রাষ্ট্রযন্ত্রের কাছে সাধারণ মানুষ- অনুভূতিপ্রবণ
কৌশল অবৈজ্ঞানিক দর্শন -মাত্র
দুর্নীতির বরপুত্র গণতান্ত্রিক রাঙা লাঠির পূজা
বলা চলে -
জনগণের সমর্থন পেতে পূজার প্রসাদ গড়ে তুলে
মানব সমাজের ভিতর- দৃষ্টিতে সম্ভাবনা আকাশ
সভ্যতার বিকাশ - সবুজ জীবন স্বপ্নপূরণের আশা
ব্যস্ততার অবসান ঘটিয়ে -মুখের প্রতিচ্ছবি
পুণ্য-অনুভবে -ছুটে চলে সিদ্ধি লাভের জন্য
আহ! কি যে কারিশমা নেতাকর্মীদের
                             -আশ্চর্য সাধনা ও বটে
সাম্রাজ্যের আবিষ্কারের নেশা কার না - থাকে
ক্রমশ যেন মায়ার ভেতর ঢুকে যাচ্ছে - আমজনতা
অথচ মাঝখানে - ব্যাপক ব্যবধান
আমার কাছে মনে হয় অলৌকিক জাদুর ছলনা-
কেমন জানি - পিছু পিছু যায় - ভয়ানক অনুসারী  
                             -প্রাপ্তি-অপ্রাপ্তির লক্ষ্যে
উনুনের ধোঁয়া চোখে লাগলে - যতক্ষণ জ্বলে
তদ্রূপ ল্যাজ নাড়া রাজনৈতিকবিদদের কথার সমীকরণ
চালচলন একিই অবস্থা-
অসীম দূরত্ব- সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা  
মূর্ত প্রতীক-কিংবদন্তী ব্যক্তিত্ব সৌন্দর্যের অনন্য
তবে এলাকা জুড়ে থাকে - আপাদমস্তক কারিগর
গণতন্ত্রের দৃষ্টান্ত-
নির্দ্বিধায় ব্যবহার করে -সৌজন্যের খাতিরে
বিকৃত অবয়ব বিস্ফোরণ দর্পণে - বেগানা ভোগবাদী
ফুটে উঠে - বিকারগ্রস্ত দেশের মানচিত্রপটে।