আমি চাই তোমার আকাশ টা আমার সমুদ্দুরের দিকে আসুক
স্রোতের মাঝে দুজনে মিলে দোল খাবো ঢেউয়ের সাথে সাথে
ভাসিয়ে নিয়ে যাবে বহুদূর থেকে বহুদূর ।
বিকেলের রোদ্দুরে পড়ন্ত সূর্যের আবছায়ায়ে হেঁটে যাবো বনের দিকে
উড়ন্ত পাখির ন্যায় উড়ে বেড়াবো ডানা মেলে ।
শুভ্র আভায় মিশে যাবো একাকীত্বেই মধুচন্দ্রিমার দেশে বাসার সাজাতে
নিমিষে তোমার চৌকাঠে উদগ্রীব হয়ে ।
ভারী হয়ে আসবে নীলাভ আকাশ সাদা কাশফুলের নরম ছোঁয়ায়
ঘুম নেমে আসবে তোমার উঠোনে ।
কৃষ্ণ রঙের ফুল গুলি ঘ্রাণ ছড়াবে দখিনা হওয়ার তরে মনের সুখে
বিষ্ণু দেব পাগল হয়ে ছুটে আসবে স্বর্গ হতে ,
বিরহী আবেগ নিয়ে ।
নদীতে পাল উড়াবে মাঝি মাল্লার দল হেঁচকা পড়ে জলের মধ্যে
দেখবে তোমার পায়ের মল, আকুল হয়ে শাপলা ফুলের নীচ ,
থেকে সন্ন্যাসীর বেসে।
অধীর মনে তাকাবে তুমি আনন্দের ছলে আসছে তেরে তোমার দিকে
বিপুল শালূক তুলে ।
আমি চাই তোমার বারান্দা নিয়ে আসো, আমার স্রোতের মাঝে
মিলন ঘটবে দুজনের স্রোতস্বিনীর নীড়ে ।