সমুদ্র গভীর -বৈচিত্র্যময় রাজপথ-সমাবেশ
জেগে উঠুক - অনাহারী মানবিক সভ্যতা
শ্লোগানে মুখরিত হউক স্বনির্ভর দেশ
সমাজকে জাগতে হবে
-সবুজ ফসলের মত
গৌরবের অধিকার ক্ষুধামুক্তির অধিকার
তছনছ করে ফিরিয়ে আনতে হবে-
বাহুল্য- বেপরোয়াভাবে বর্বরতার কালো থাবা
লৌহদন্ডের ভিতর প্রকম্পিত করে ভর্তুকির
-অর্থনৈতিকের উপর
দুর্ভাগা জাতি কর্মসূচী পালন করে -স্মার্ট ভেবে
পুষ্পস্তবক অর্পণ করে-
অথচ দরিদ্র পরিবার থাকা-খাওয়া নিয়ে
চিন্তায় মগ্ন- দিনরাত
মানুষের কল্যাণে দেশ যদি এগিয়ে না আসে
তাহলে রঙ্গিন পর্দায় ভেসে ওঠা নেতা দিয়ে
কি করব - পানি খাবো
কৃষ্টি-কালচার কর্মযজ্ঞ অশ্লীলতা- বেহায়াপনা
বেড়ে উঠবে -হিংসাবৃত্তির আত্মমর্যদায়-
সংগ্রামী মানুষদের হুমকি - ধামকি দিয়ে
ধাবায় রাখতে পারবেনা-
অচিরেই জাগ্রত হবে জাঁদরেল পৃথিবীকে
জীববৈচিত্র্য বিকাশ দান করতে
নিষেধাজ্ঞা- প্রলয়ের ঘন আলকাতরা লেপ্টে
- দৈত্যপ্রাসাদ ভেঙে
রক্তারক্তি বিশ্বভ্রমণ - ফের প্রাণ
দুর্দান্তভাবে জাগ্রত হবে -সম্ভাবনাময় এক শতাব্দী।