বৈদ্যুতিক সার্ভিস -ক্ষুধার্তের বিক্ষোভ
শ্বাসরোধ বিভেদ-মন্ত্র
উত্তাপ অভিশাপ স্বাধীন দেশ- বিবেকহীন কারাগার
সমাজ হাহাকার করে-
কলিজাপোড়া ব্যথারদহন নিয়ে
রাজনৈতিক ব্যভিচার রুখতে হবে-আঙ্গিক নির্মাণে
একটুখানি স্বদিচ্ছার হারিকেন - মশাল
জ্বালতে হবে -ঝংকার গীতিতে
গণতান্ত্রিক বুদ্ধিজীবীদের ভোগে পাঠিয়ে
গৌরব-শিখর জীবনপ্রবাহ ফিরে আনতে হবে
তাহলেই বাঁচতে পারবে -মানবিক উদ্যমে
ধ্বংসশীল জাতিকে
দৃষ্টির রঙ -সমন্ধীয় ক্ষমতা নিরঙ্কুশ সার্বজনীন
ফলপ্রসূ ব্যবস্থা -দেশজ দ্রব্য সম্পর্কে
অবগত হতে হবে-
মনুষ্যত্ববোধের আয়নায় মুখোমুখি - জীবনালেখ্য
গড়ে ওঠা বিড়ম্বিত রাষ্ট্র
যন্ত্রপাতি বিস্ফোরণ শর্ট সার্কিট
খাপছাড়া আগুন লাগায়- আবেগমথিত
নিতান্ত গরীবের পেটে-
নিঃশব্দে গন্তব্য স্থান খুঁজে নিষিদ্ধ বন্দুকের
-বুলেটে
মুহূর্তে বেজে উঠে শাণিত প্রয়াণদিবস
আহ! -
উন্মাদনার বৃহত্তর গণ্ডি পেরিয়ে- বিজয়োদীপ্ত তারুণ্য
আলোকবর্তিকা রেখা ছিনিয়ে আনতে হবে -
যন্ত্রসঙ্গীত- সিদ্ধহস্তে
বিদ্রোহের বীণা বাজিয়ে বোধির জাতক অপশক্তিকে
-ঘনিভূত করতে হবে
প্রবল সংকট উত্থান - পতন প্রলয়শিখা অবগাহন
যুগপৎ উপলব্ধির ক্যানভাস।