হৃৎপিণ্ডের মাতাল দেয়ালে
প্রলয় হাওয়ার সাঁঝ নেমেছে মোলায়েম স্বকীয়তায়
মেঘমল্লার হৃদয়হারক মন্থন উঠোনে
নিমেষে যেখানে ক্যাকটাস জেগে উঠে
দীক্ষাগুরুর আশীর্বাদে -
ইচ্ছাগুলি উড়ে বিশ্বময় রঙ বেরঙের সাদা ডানায় চড়ে
মূল্যবোধের আঘাত -প্রতিঘাতে
সেই যে কবে গিয়ে ছিল বুনট রেখাপাত টেনে-
অভিভূত বিষফোড়া রেখে
বিশীর্ণ বহতা নদীর তীরে-
প্রচণ্ড বিষাদের মাঝে খুঁজেছি বারে -বারে
তোমার শোভাময় আলিঙ্গনের জলছবি
বায়োনিক ফেরারি হয়ে -
স্বয়ংসম্পূর্ণ রেফ্রিজারেটরের ন্যায়
প্রচ্ছন্ন বিকীর্ণ ক্ষেপন পৌরাণিক শিল্প প্রকরণে
বাক্সের ভিতর সাজিয়ে রেখেছি-
মনভোলা খোলা চিঠি পৌষপার্বণ পোড়াকপালি পোতাশ্রয়ে
নিরালায় নিয়ম -অনিয়মে
ভেঙে দিও আসর গভীর ছল ছল ধ্বনি দিয়ে মনের অজান্তে।