আমি বাংলায় কথা বলি, বাংলায় স্বপ্ন দেখি
বাংলায় খেলা করি ,বাংলায় পথ চলি ।
বাংলায় কবিতা উপন্যাস লিখি, বাংলায়
বঙ্গ বন্ধুর ভাষণ শুনি ,রবি ঠাকুরের গীতাঞ্জলীর পড়ি ।
কবি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃতি করি মনের সুখে
এস এম সুলতান জয়নাল আবেদিন কারুকার্য চিত্র দেখি ।
হুমায়ূন আজাদের লাল নীল দীপাবলী, জসিম উদ্দিনের
নক্সি কাঁথার মাঠ , মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ
জীবনানন্দ দাসের ধান সিঁড়ি ,শামসুর রহমানের বন্দী শিবির
থেকে , সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন পড়ি ।
বাংলায় বিচরণ করি স্বাধীন মনে স্বাধীন চেতনায়
অবলোকন করি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বুদ্ধিজীবীদের কবর স্থান
চোখ খুলে দেখি সবুজ শ্যামল শস্য ভরা আমার বাংলা
যেখানে মায়া ভরা আযানের ধ্বনি শোনা যায় ।
মাঝি ভাটিয়ালী গান ধরে আপন নীড়ে বাংলার সুরে
কৃষক জমিতে ফসল বুনে গুন গুনিয়ে বাউলের তানে ।
আমি বাংলার রূপ দেখি মায়ের কোলে বসে বাবার দেখানো হাতে
আমি বাংলায় ছবি আঁকি, বাংলায় একাত্তরের ইতিহাস লিখি ।
আমি বাংলায় হাসি খেলি গল্প করি নাটক দেখি নীল দর্পণ ...।