আকাশ চুম্বী ভালোবাসা নিয়ে একদিন আমার চৌকাঠে
এসে দাঁড়িয়ে ছিলে সিক্ত মনের তিক্ত ব্যথা নিয়ে ।
বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে এসেছিলে আমরা উঠোনে
ভীষণ উষ্ণ কণ্ঠে ডেকে ছিলে তখন বিরহী আবেগের সুরে ।
এক ফালি রোদ্দুর নিয়ে আসছিলে আমার গহীন অরণ্যে
বেদনার ছলে গভীর অনলে পৌষ মাসের সন্ধ্যার লগ্নে ।
মুঠোয় মুঠোয় ভরে বাগান থেকে পুষ্পের মালা গেঁথে
দাঁড়িয়ে ছিলে পুকুরের পাড়ে আমার গলায় পরাবে বলে ।
গুচ্ছ গুচ্ছ শিশির ভেজা ভোরের আলোয় উঠে থাকা পাপড়ি যুগল
নিয়ে,অপেক্ষায় ছিলে ভর দুপুরে নদীর ঘাটে ।
বুক ভরা জল নিয়ে অধীর আগ্রহের সাথে ডেকে ছিলে
গাঁয়ের মেঠো পথের দিগন্ত সবুজ ধানের আইলের ধারে ।
জাদু করি ঠোঁটের মাঝে কিঞ্চিৎ প্রেমের আনাগোনা
নিয়ে,উত্তাল হাওয়ায় বসে ছিলে ঈদগাহ মাঠের কর্নারে ।
ব্যাকুল চিত্তে বেদনার নীল আকাশ নিয়ে গভীর নিশিতে
ডেকে ছিলে বাঁশঝাড়ের লতায় পাতায় ঘেরা স্বপ্ন কুঠিরে ।
চিঠি নিয়ে গাঙুরের ধারে বিষণ্ণ হৃদয়ে
আহ্বান করেছিলে পূর্ণিমার রাত্তিরের কালে ।
এলোমেলো এলো চিকুরে ফিন ফিনে ওড়না দিয়ে
উদাস মনে ডেকে ছিলে অভিরুচি বলার জন্যে ।
কত সব কথা ,কত সব স্মৃতি , মনের দিগন্তে নাড়া দেয় আজ;
হইচই করে, খেলে ডুবে হাসে ,আবার জীর্ণ শীর্ণ হয়ে গড়াগড়ি খায় মৃত্তিকায় ।
তোমার ব্যথার নদী টা আমায় দিলে ,আর আমি তোমায় দিলাম ;
আমার স্বপ্ন পুরী আকাশ টা ।
বিনিময়ে পেলে সুখের নিদ্রা
আমি পেলাম দুঃখের অনিদ্রার অতল সাগর ।
তারি জন্যে ডেকে ছিলে শুকনো পাতার ছলে...