হৃদয় মন্দিরে স্মৃতিসৌধের,
মহাকীর্তি পুষ্প সৌরভের অনিন্দ্য;
সুকৌশল সুচারু সুপটু ভাবে,
রূপরেখা আঁকতে চাই,
অবলীলাক্রমে হিরণ্য দিয়ে,শুধু তোমার জন্যে বাবা।