বৃষ্টিতে ভেজা মাঠের প্রান্তরে সবুজ ঘাস
মুরুর বুকে শিশিরের জেগে ওঠা কনা।
টিনের চালে বাদলা দুপুরে হৃদয়ের মাদলিতে
বর্ষার ঝিরঝির হাওয়াতে পাখির রঙিন ডানা তে।
চৈত্রের রুদ্রক্ষনে মিষ্টি মাখানো কাশফুলের ঘ্রাণে
শীতের কুয়াশায় অশ্রু সিক্ত মৃদু প্রাণে ।
পুকুরের জলে শেওলারা খেলা করে আপন মনে
কৃষ্ণ চূরার বনে বাজায় বাঁশি বাসোরিয়ার তানে।
রবির গগনে উদ্ভাসিত প্রভাতে ফুটিল ছবি
কদম্ব তলে উজান গাঙের নায়ের করবি।
নদীর তরে ভাটিয়ালী গানের কমল সুরে
বাতায়নের পাশে অদৃশ্য কবিতার চরণের বুকে।
উপন্যাসের প্রতিটি পাতায় অদেখা কুমারীর কেশ
বেদনার কালো রং যাতনার বিষণ্ণ ব্যাস।
পুষ্পের সাজানো বাগানে প্রিয়সীর মুগ্ধকর হাসি
হৃদি র কুঠিরে পূজার আরাধনায় ঝড়ের তাণ্ডব ।
খুজি শুধু তোমায় সংকল্পবদ্ধ অন্ধকারে।