নেশার ঘোর কাটে না- নারী যৌবন দেখে
বেলা শেষ হয় - কিন্তু নেশার আসক্তি
-শেষ হয় না
ভাবনার জগতে উড়ে বেড়ায় - টিপটিপে লিপস্টিক
মাখা ঠোঁটের হাসি- নিঃসঙ্গ দুপুরবেলা
বেসিনের আয়নায়-
ভাসে বুকনদী সুউচ্চ পাহাড় ঢেউর বানে
আদর চোখের স্বচ্ছ কল্পনায়-
কেমন কাঁপুনি যে বেসামাল করে তুলে
তড়িৎ গতিতে অশালীন অন্তরকোমলে
যেখানেই তাকাই সেখানেই নামে
-বৃষ্টির উষ্ণ হাওয়া
চৈতন্য জুড়ে-
আলতোভাবে ছুঁয়ে যায় ভাবনার আঁচড়
মোড়ানো বাউন্ডারির ফাঁকা মাঠ-
পোড়া ঘ্রাণ রৌদ্রের উত্তাপ আঘাত হানে
বুলেট বিদীর্ণ স্বপ্ন বীজ গর্ভগৃহে-
অগ্রাহ্য অপ্রেম আকাশী রঙে ঘুরে প্রপোজাল
-ভাবাদর্শ অঙ্গন মেখে
আনাচে - কানাচে শরীরগন্ধ একরাশ মুগ্ধতা আঁকে
ঘাড়ের নরম অধরে তোলপাড় জোড়া নিঃশ্বাস
বেহুঁশ ঠোঁটজোড়া চুম্বনে -
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে কাতর কণ্ঠ বৈদ্যুতিক স্পর্শ
আগুন জ্বালে - নিরাশ জানালায়-
বৃষ্টিভেজা বাঁশপাতার মতো
মন শুধু ছুটে-
অর্ধমেহেদী মাখা দেহের আড়ষ্ট ব্লাউজে
নেশা যেন কাটেই - না ফোঁস ফোঁস তীব্র যাতনা
বেড়েই চলছে- সুতীব্র হিমশীতল উরুবাহু দেখে
আহ! শ্বাসরুদ্ধ দোটানায় ক্লান্ত শব্দহীন অস্থিরতা।