আর কত রাত আমি থাকবো একা,
আর কত রাত।
আর কত যামিনী পোহাবো একা নির্জনে,
আর কত রাত।
আর কতো রজনী কাটিয়ে দিব মরুভূমিতে,
আর কত কাল।
আর কত বুকের তপ্ত ব্যথা নিয়ে থাকবো,
আমি একা আর কত।
আর কতো কাল তোমার জন্য জ্যোৎস্না ,
আলো পোহাব আর কত।
আর কতো রাএি আমি গোপনে কাঁদবো,
বল-আর কত।
আর কতো রাত আমি থাকবো নির্ঘুমে,
আর কত জীবন।
আর কতো প্রস্তর প্রান্তর কাটাবো একা-
বল,আর কত।
আর কতো সাগর নদী পাড়ি দিব এক,
আর কত কাল...আর কত ...।।