আগাছা মুক্ত ঝুঁকি হীন একচেটিয়া ভালোবাসা চাই
রোপণে থাকবে নির্ভেজাল বীজ স্বচ্ছ পুষ্ট নিশ্চয় তার
আস্থা ।
ভালোবাসা হবে তেজপাতা যাতে মুড়িয়ে পকেটের
ভিতরে রাখা যায়,কালো জিরা লবঙ্গের মতো পিষে
বোতলে ভরে রাখা যায় ।
ভালোবাসা কাঁথা বা ওড়নার মতন গায়ে জড়িয়ে দিয়ে
রাখা যায় এমন;চাদর হলে আরো ভালো তবে কম্বল
হলে শীতের ভরসা।
আদর্শ লিপি বা অভিধানের মতো ভালোবাসা হবে
যাতে থাকবে না সন্দেহের অবকাশ ;পেন্সিল পাঠ্যপুস্তক
হলে অনেক সুবিধা হয় উত্তীর্ণ হবার ।
ভালাবাসা হবে হাত কড়ার ন্যায় সুপার আঠার মত লেগে
থাকবে ,পায়রা বা তোতাপাখি হলে একটু রিক্ত হস্তে ছুঁয়া
যাবে মনের অজান্তে ।
ফুলদানির মতো সাজানো গুছানো ভালোবাসা চাই,যার মধ্যে
জ্যামিতি পরিমিতির উপাত্ত গণিতের তারতম্য থাকবে না ;
সরল অঙ্কের মতো থাকবে সবসময় ।
সমীকরণে সমান্তরাল ভালোবাসা থাকবে গভীর জলে
ডুব দিতে না –দিতে ই হৃদয় টা ঠাণ্ডা হয়ে যায়; রাশি
রাশি উষ্ণে ভরে দিবে মনের গহীন কে ।
ভালাবাসা থাকবে শতাব্দীর পর শতাব্দী অপরাহ্ণে
পূর্বাহ্ণে মধ্যাহ্নে ভোরের শিশিরের ঊষা লগ্নে ;
সহস্রাব্দ পেরিয়ে ।