তুমুল আলোড়ন পৈশাচিক পীড়নের - সর্বগ্রাসী
বেদনার্ত অমানবিক জীবন-যাপন
মানবাধিকারের দাবিতে লড়াই মাটি মানবের
একটি স্বভাব জাত অভ্যাস-
একি দৈন্য দশা- বিভোর দেশপ্রেমের
জাতিতে বাঙালি - বেশ গর্ববোধ করি
নোঙর ফেলি - সম্প্রদায়ের ধর্মীয় দেউলিয়াত্বের
                                            -অবয়বে
বিস্ফোরণ অপরাধমূলক কাজে সত্যের সৈনিক
মাইলফলক মুখ - মুখোশ দুর্নীতির কাঠগড়ায় -
বলিষ্ঠ -  দৃঢ়তর নাচানাচির মাতামাতি
জাতির মগজ ধোলাই সভ্যতার আক্রমণাত্মক পদ্ধতি
মুখোশ উন্মোচন ভাঁওতাবাজি - কপটতার
পুঁজিবাদ সমাজবাদ নারীবাদ-  নাস্তিক্যবাদ
মহাবিপর্যয় গণতন্ত্রবাদের
                             -বিষাক্ত ছোবলে
জাতি আজ কাপড় ঘেঁষে চিৎকার করে-
পালিয়ে বেড়ায় - হোগামারা ডিজিটাল প্রযুক্তির
                                    -চিলেকোঠায়
মারাত্মক ব্যাধির প্রতিষেধক হিসেবে খাচ্ছে
নারীর সাবলীল যোনি রস!
আক্রান্ত গোটা সমাজ - রাষ্ট্র
নতুন - নতুন ফর্মুলা খুঁজে গতানুগতিক ধারায় -
খুব সেয়ানা সংসদের আবাল নাতিপুতিরা-
বারুদের ধোঁয়া আড়ালে নায়কের ভাব
একবিংশ শতাব্দীর একগুচ্ছ নষ্ট ফসল -মহৌষধ
বিমুখী প্রজন্ম প্রেমী হয়ে উঠুক প্রত্যাশার
                                      - আলো জ্বেলে
খট্‌মটে মণি-মুক্তো দাসত্ব-দুর্ভিক্ষ-রাজত্ব
বিপত্তির দেয়াল ভেঙে -
নবপ্রজন্মকে স্পর্শ করতে হবে স্বচ্ছ আত্মশুদ্ধির আধিপত্য।