তুমি আছো আমার চিত্তের গহিনে,
তুমি আছো আমার দুই নয়নে।
তুমি আছো আমার হৃদয়ের নীড়ে,
তুমি আছো আমার ধ্যানে জ্ঞানে।
তুমি আছো আমার কমে সাধনা,
তুমি আছো আমার চিন্তায় ভাবনায়।
তুমি আছো আমার স্বপ্নে কল্পনায়,
তুমি আছো আমার উষ্ণ ভালোবাসায়।
তুমি আছো আমার রক্তের শিরায় ,
তুমি আছো আমার দেহের দীপ্ত শিখায়।
তুমি আছো আমার জাগরণে চেতনায়,
তুমি আছো আমার স্বাধীনতায়।
তুমি আছো আমার শিল্পীর রং তুলিতে,
তুমি আছো আমার গল্পের ছন্দে।
তুমি আছো আমার গানের কবিতায়,
তুমি আছো আমার ডাইরির পাতায়।
তুমি আছো আমার তপ্ত ব্যথায়,
তুমি আছো আমার শিশির ভেজা কনায়।
তুমি আছো আমার ভিতরে বাহিরে ,
তুমি আছো আমার হিয়ার মেমোরির ক্যানভাসে।
তুমি আছো আমার আনন্দে উৎসবে,
তুমি আছো আমার প্রতিটি অস্তিত্বে।।
২৯।০৯।১২