রাত নাই, দিন নাই;
তোর, বাপের যন্ত্রণায় ঘুম নাই।
খ্যাচাখেচি খ্যাঁকানির
খোঁজাখুঁজি গলাবাজির
টাইম নাই ।
চামুণ্ডা চাষাভুষা বলে যায়
যখন –তখন;
চাতুরী চাতুর্য চাপরাশের মতো।
দিন দুপুরে পুকুর পাড়ে,
মধ্যাহ্ন ভোজে গোধূলি লগ্নে ,
তোর,বড় ভাই আই সা;
করে জ্বালাতন ছোঁড়া ছোকরার ন্যায় ।
চ্যাঁচামেচি চ্যাংড়ামি,
চিল্লাচিল্লি ঠেসাঠেসি ঠ্যাঙানো ঠ্যাঁটামি ;
যতটুকু পারছে, টুঁ মাইরা গেলো ,
এই মাত্র ।
এখন তুই আসলি;
তুলসী পাতা তেঁতুল পাতা দিয়া...
মুড়ি খাওয়াইতে,
থ্যাঁতলা থাপ্পড় খাওয়ার কোন দরকার নাই ।
দোনলা দোলা প্রেম পিরিতির,
ধিক্কৃত ধিঙ্গি হওয়ার আর আশা নাই ।
তোর বাপ ভাইয়ের ঠেলাঠেলি,
জাঁদরেলের মতো আচরণ।
তোর; জলাঞ্জলি জলহস্তী ভালোবাসা,
আমায় জলোচ্ছ্বাসের ,
মাছি মারার ভদ্রেতর পদচ্যুত বানিয়েছে।
এখন; এই মুহূর্ত থেকে,
তোকে, সহস্রাব্দ বিদায়ের সালাম
এক ২ ৩ ...... তালাক !
তোরে,------
তোর বাপরে,তোর ভাইয়েরে,
তোর চৌদ্দ গোষ্ঠী রে দিলাম;
বাইন তালাক ।