কতদিন যাওয়া হয়নি বকুলতলায়, সন্ধ্যাবেলায়
কাজের ফাঁকে-
ভুলেছি মেঘ গোনা, তারার ছবি
আকাশ আঁকে-
আকাশ সে যে বিকেলবেলায়, মেঘে ভাসে
দিনের শেষে সূয্যিমামা ঢোলে আসে
কতদিন পর কতদিন পর নদীর ধারে
জ্যোৎস্না হাসি হেসে ওঠে বারে-বারে
অবাক কিচ্ছু দাঁত-ফোকলা হানাবাড়ি
চাঁদের পানে চেয়ে তারা হাসছে ভারী
বুকের ভেতর কান্না জমে উঁকি মারে
কতদিন পর দেখা হবে নদীর ধারে
কতদিন আমি বসে রইব মনের মাঝে
একাকী এক বেমালুম, আজব সাজে
কতদিন কেটে গেছে রাত্রি, এসেছে দিন
কতদিন কেটে গেলো, গোনা হলো না কতদিন