আরও কিছু বাকি ছিল বুঝি
এই অরণ্য বনানী মাঝে, আমি আছি
আরও কিছু বর্ষা বাদল, সুদূরে বাজে বুনো মাদল
আরও বাকি আছে বেশ বুঝি
রাত্রি তো সবে দ্বিপ্রহর
একে-একে ফুটেছে নক্ষত্রমন্ডলী
আমি আজ তাদের কথা বলি
আমি আজ কাদের কথা বলি?
তারা, যারা হয়তো বা হেটে গেছে পৃথিবীর বুকে
জ্যোৎস্না দেখার কৌতূহলে
যারা হাসতে এসেছিল, বৃষ্টি ভিজবে বলে
ভিজেছিল যারা চোখের জলে
তারা সব কলমের অক্ষর
কবিতার ভাষা
কোথাও উঠেছে রোদ, কোথাও গহন কুয়াশা
বাকি আছে এখনও লেখা
ফুটিয়ে তোলা, আমার কবিতার ভাষা