কতবার করে কত রূপ ধরে এসেছ স্বপন 'পরে।
মোর ঘুম ঘোরে অবশ চেতনে
নিয়ে গেছ কোন অতীত গহনে,
সাথী সেজে, দূর সুদূর নীহারিকার পর পাড়ে।

চেতনার পরে,রূপের আঁখরে একেক কালের ছবি
উদিছে ডুবিছে চোখের পলকে
অবিরাম স্রোতে ঝলকে ঝলকে
দিয়েছো দেখায়ে ঘট পট লয়, পরিবর্তন সব-ই।

আঁখি খুলে যবে,খুলিবে আর কবে!হইবে চেতন।
বিশ্ব জগতে, প্রতিটি কণা তে
হে বিশ্ব-নবী!তাহাতে তোমার অমৃত পরশন।
উদার সৃজন, উজাড়ি তব দান,
রেখে শুধু 'সময়' নিজ হাতে,
হে পিতঃ,বুঝি, রীতি তোমার বিশ্ব পরিপালন।।


১লা জানুয়ারী, ২০২৫।
কোলকাতা।