তবুও অবিশ্বাস
=================
শ্রী নীরদ /২৩/১২/২১
==================
ঝঞ্ঝা বিপদ তুফান ভারী জীবন চঞ্চল
হারিয়ে দিক তাল,তমসা ঘন পথ পিছল।
এদিক থেকে ওদিক ফিরি,ধরতে কারো আঁচল
তখন দেখি হাজির তুমি করতে তা সচল।
অবজ্ঞা,অবহেলায় যাকে রেখেছিলেম দূরে
সেই তুমি উছল হ'য়ে তরিয়ে দিলে মোরে।
হে মোর জীবন দেবতা রয়েছ সদা সবক্ষণে
যখনই দুঃখ আঁধারে চেয়েছি তোমার পানে,
পেয়েছি তোমার মধূ মাধুরি মোর অন্তঃধ্যানে।
সুখের সময় ভুলিয়া থাকি রইতে তোমার সনে
তবু তুমি ভুলো নাই মোরে একটি ক্ষণের তরে
কেন তাও বিশ্বাস হীন মনটি তোমার পরে?
সামনে তোমায় দেখি না যে প্রতি দিনের কাজে
কেমন করে বুঝবো বলো তোমায় হৃদয় মাঝে,
নিয়ম করে ডাকি তোমায় সকাল এবং সাঁঝে
সে ডাক তো ব্যর্থ দেখি তোমায় জাগায় না যে।
দাও গো প্রভু জানিয়ে দাও ডাকব কেমন করে
অন্ধ পথিক দেখাও পথ হাতটি আমার ধরে।
গীতার মাঝে হে ভগবান দিয়ে গেলে উপদেশ
কর্ম,জ্ঞান ভক্তি যোগে যুক্ত থাকার নিরদেশ।
আসক্তি হীন কর্মে যে মুই করব অভিনিবেশ
এমন শক্তি নেই তো মোর করতে মনোনিবেশ
জ্ঞান আমার তুচ্ছ অতি তোমায় বুঝতে নাড়ে
ভক্তিযোগ শুধু রইল বাকী আমার তরে পড়ে।
ভক্তি শুনেছি সহজ পথ কয়ে গেছে মহাজন
পূজা আচার লাগেনা সেথা তুমি এক প্রিয়জন
এমন অভাগা আর কোথা মোর মতো দুইজন
শুদ্ধ ভক্তি নেই যে আমার নেই তো শুদ্ধ মন।
কীভাবে তবে চলব আমি জীবন পথের 'পরে
সঁপে দিলাম সব তনু মন তব শ্রীচরণ নির্ভরে।