জন্ম থেকে মৃত্যু মোর কি একক পথ চলা?
বাড়িয়ে দিয়ে উটের মতো উচ্চ আপন গলা।
মরু পথের বাঁকে বাঁকে হাজির অবিশ্বাস
হারিয়ে ফেলি নিজের প্রতি নিজের আশ্বাস।

হঠাৎ তার পাই যে দেখা কত দিনের
চেনা!
বাড়তে থাকে তার সাথে মোর লেনা ও
দেনা।
গড়তে চাই ভাঙতে চাই তারে আপন
মতো,
পিছল পথে পাই যে তার সাহায্য কত
শত।

দুর্গম সেই পথের 'পরে দ্বিধায় পড়ি
কভু,
হয়তো সঠিক হয়তো বেঠিক হাত ধরেছি প্রভু।
স্বপ্ন মায়াজাল বাঁধন, সৃজিয়াছে এমন
টান,
চাইলেও সে আমি তো তারে করতে
নারি ছেদন।

টান,বি-টানের মাঝে,আজ পথ হয়েছে
ভিন্ন,
ভয় হয় কোন পলে তার হয়ে যাবে
ছিন্ন।
চলার পথের সাথীকে আজ দাও তুমি
সুমতি,
আমার মনের স্বপ্ন মাধুরি পায় যেন
সুস্থিতি।।