সে ছিল এক দিন আমাদের
=================
নিরো/১৬/১২/২১
=============
---,তোর কি মনে পড়ে এমন বরযায়
তিলপাড়া পাড়ে সবুজ গালিচা?
যৌবন-বখাটে, প্রকৃতির ছোঁয়ায়
জীবনানন্দ, রবীন্দ্র, সুভাষে বাঁচা,
অধুরা স্বপ্ন হাতছানি,মরিচীকাময়
জীবন পথ--
সিউড়ি পুলিশ লাইন -- আদিগন্ত
পাথুরে মারাঠা বর্গীমাঠ,কবরস্থান,
আমাদের আলিঙ্গন অঝোর অশান্ত
বৃষ্টির সাথ।
বিদ্যাসাগর কলেজ, কৃষ্ণচূড়া লাল
প্রখর সূর্য তেজ যৌবন দীপ্তি....
দুনিয়া বদলানো স্বপ্ন সকাল,
সামনে দুই 'কাকা',রাজনীতি
কবিতা পাঠ।
মনে পড়ে?খুনসুটি বেলাগাম বোল
'বোবাযুদ্ধ'-কারিগর, সুপুরুষ
ফ্রেঞ্চকাট.....
ধূ ধূ প্রান্তর, পলাশ বিলাস
রসগোল্লা শপথ.. বটগাছে দোল,
'কাকা' চিৎপাত।
ছোট ছোট গল্প কথা আড্ডায়...
তালপাতা-পুঁথি.... জয়দেব মেলা,
নিষিদ্ধ ধূমপান..বৈষ্ণব আখরায়,
গুণী জন সমারোহ...বক্তৃতা মালা,
আউল বাউল ফকির দরবেশ গায়
জীবনের পাঠ।
ফিরে দেখা স্মৃতি পটে আঁকা...
আমাদের অফুরন্ত যৌবন বেলায়,
শান্তনু,সুমিত,বিজু,চুটকির ঝাঁকা..
শরদিন্দুর গানের পেলব গলায়,
ক্ষনিকের তরে উদাস,রিক্ত ফাঁকা
যৌবনের ঠাট।